মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাষ্ট্রের উন্নতি-অগ্রগতি গণমাধ্যমে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

রাষ্ট্রের উন্নতি-অগ্রগতি-গণমাধ্যমে-তুলে-ধরতে-হবে-তথ্যমন্ত্রী

রাষ্ট্রের উন্নতি-অগ্রগতি-গণমাধ্যমে-তুলে-ধরতে-হবে-তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা রয়েছে। রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতি গণমাধ্যমে তুলে ধরতে হবে। গণমাধ্যমের বিকাশে যা কিছু করা দরকার সরকার সেটি করছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দৈনিক নতুন আশা পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। যেখান থেকে সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। সম্প্রতি অসচ্ছল সাংবাদিকদের সন্তানদের শিক্ষার জন্য সহায়তা করার ব্যবস্থা করছি। করোনাকালে উপমহাদেশের কোথাও সাংবাদিকদের মৃত্যু ছাড়া সহায়তা করা হয়নি। কিন্তু আমরা আমাদের সাংবাদিকদের সহায়তা করেছি। যা এখনো চলমান।

তিনি আরো বলেন,  গণমাধ্যম রাজনীতি করে না। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দেশ এগিয়ে যাচ্ছে সেটি জনগণকে জানাতে হবে গণমাধ্যকেই। মানুষকে আশাবাদী রাখতে হবে। জাতি হতাশ হলে চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারবে না।

হাছান মাহমুদ বলেন, আমি অনুরোধ জানাবো জাতির অর্জন যেন গণমাধ্যমে উঠে আসে। নারী ফুটবলাররা চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যেক ফুটবলার বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে এসেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আজ এ অবস্থানে এসেছে। এগুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ সারা পৃথিবীতে পঞ্চম ও দক্ষিণ এশিয়ায় প্রথম। রফতনির জন্য সরকার আজ প্রণোদনা দিচ্ছে। এসব উন্নতি ও অগ্রগতি যেন গণমাধ্যমে উঠে আসে- এটাই আমরা চাই।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর